Last Updated: Sunday, August 25, 2013, 10:46
বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচিকে ঘিরে থমথমে পরিস্থিতি অযোধ্যায়। উত্তরপ্রদেশ সরকার অনুমতি না দিলেও রামমন্দিরের দাবিতে কাল থেকে পরিক্রমা যাত্রা শুরুর বিষয়ে অনড় ভিএইচপি। অশোক সিঙ্ঘল সহ সংগঠনের একাধিক নেতাকে আটক করেছে পুলিস। অযোধ্যা ও ফৈজাবাদ শহরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।