Last Updated: Thursday, July 11, 2013, 14:37
দিল্লি ধর্ষণ কাণ্ডের রায় ২৫ জুলাই পর্যন্ত পিছিয়ে দিল জুভেনাইল জাস্টিস বোর্ড। গত ৫ জুলাই শুনানি শেষ হয় দিল্লি ধর্ষণ কাণ্ডের অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তর। বৃহস্পতিবার রায় শোনানোর কথা ছিল জুভেনাইল বোর্ডের। এ দিন রায় পিছিয়ে দেওয়ার সঙ্গেই সংবাদমাধ্যম যাতে চূড়ান্ত রায় ঘোষণার আগে অভিযুক্তর কোও রকম খবর প্রকাশ না করে সেই বিষয়েও অনুরোধ জুভেনাইল বোর্ডের আইনজীবী রাজেশ তিওয়ারি।