Last Updated: Friday, June 14, 2013, 23:24
প্রথমে ছত্তিসগড়ের বাস্তারে কংগ্রেস কনভয়ে হামলা। তারপর বিহারের জামুইয়ে দিনে-দুপুরে যাত্রীবাহী ট্রেনে অবাধে হামলা। রেড করিডরে ফের উপস্থিতির জানান দিচ্ছে মাওবাদীরা। তবে যাত্রীবোঝাই ট্রেনের ওপর এভাবে নির্বিচার হামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। জ্ঞানেশ্বরী কাণ্ড ছাড়া এই ধরনের নির্বিচার হামলার নজির মাওবাদীদের দিক থেকে নেই।