Last Updated: Tuesday, February 26, 2013, 09:59
দীর্ঘ ১৬ বছর পর কংগ্রেস ঘরানার কোনও মন্ত্রী রেল বাজেট পেশ করতে চলেছেন। গোটা দেশবাসীর ভাগ্য এখন নর্থ ব্লকে প্রহর গুনছে। আজ ২০১৩-১৪ রেল বাজেট পেশ করতে চলেছেন রেলমন্ত্রী পবন কুমার বনসল। নতুন ট্রেন ও যাত্রী স্বচ্ছন্দ্যে কতটা নজর দেন বনসল, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।