Last Updated: Wednesday, April 10, 2013, 08:51
বুধবার সকালে চেন্নাইয়ে মুজফফপুর-ইশাওয়ান্তপুর এক্সপ্রেস ট্রেন বেলাইন হয়ে দুর্ঘটনা ঘটল। এই ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন দুই যাত্রী। আহত হলেন সাতজন। তবে অসমর্থিত সূত্রের খবর মৃতের সংখ্যা চারজন। রেল পুলিস সূত্রের খবর, আহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাটি ঘটে চেন্নাই রেলে উত্তর শাখার সাথেরির কাছে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।