র‌্যালি - Latest News on র‌্যালি| Breaking News in Bengali on 24ghanta.com
ধর্মঘটের বিরোধিতা মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা: সিটু

ধর্মঘটের বিরোধিতা মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা: সিটু

Last Updated: Tuesday, February 19, 2013, 18:24

আগামী ২০ এবং ২১ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের সমর্থনে আজ শহরের বেশ কয়েকটি জায়গায় মিছিল করল সিটু। তাদের দাবি, সরকার এই ধর্মঘটের বিরোধিতা করলেও দু`দিনের ধর্মঘটে স্বতঃর্ফুর্ত ভাবে সাড়া দেবে মানুষই। পাশাপাশি সরকারের এই ধর্মঘট বিরোধী অবস্থানকে দ্বিচারিচতা বলেই মন্তব্য করছেন ধর্মঘট সমর্থনকারীরা।