লক্ষ্মীরতন শুক্লা - Latest News on লক্ষ্মীরতন শুক্লা| Breaking News in Bengali on 24ghanta.com
লক্ষ্মীর শততম ম্যাচে অরিন্দমের শতরানে বাংলা ফ্রন্টফুটে

লক্ষ্মীর শততম ম্যাচে অরিন্দমের শতরানে বাংলা ফ্রন্টফুটে

Last Updated: Thursday, November 28, 2013, 20:03

দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা। দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৪২ রান করেছে অশোক মালহোত্রার দল। বাংলার হয়ে দুরন্ত শতরান করেন অরিন্দম দাস। অপরাজিত ১৩৯ রান করেন তিনি। আগামীকাল আরও বড় রানের লক্ষ্য এগোতে চান অরিন্দম।