Last Updated: Monday, June 10, 2013, 20:01
এক মুঠো ধুল জমেছিল। পিতামহ ভীষ্মকে এড়িয়ে মোদীকে প্রাধান্য দেওয়ায় দলের অন্দরে জমেছিল ধূল। সেই ধূল যে নিমেছে ঝড় ডেকে আনবে তা হয়তো আন্দাজ করেননি বিজেপির রাজনীতিকে কাছ থেকে দেখা এমন কেউই। এককথায় বিজেপি রাজনীতি এখন মহাভারতের প্রেক্ষাপট।