Last Updated: Thursday, October 17, 2013, 09:55
আজ থেকে রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের ভাড়া বাড়ল। খাবারের দাম বাড়ানোর ফলে এই তিনটি ট্রেনের ভাড়া নতুন করে বাড়ল। ১৪ বছর পর প্রথম সারির ট্রেনগুলিতে ক্যাটারিং চার্জ ২ থেকে ৪ শতাংশ বাড়িয়েছে রেলমন্ত্রক। শেষবার তা বেড়েছিল ১৯৯৯ সালে। নতুন ভাড়া অনুযায়ী, হাওড়া-রাজধানী এসি টু-টিয়ারের টিকিটের দাম ২৪৯০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫৫৪ টাকা।