Last Updated: Thursday, November 14, 2013, 19:50
শর্ট স্ট্রিট কাণ্ডে ধৃত পরাগ মজমুদারের ২১ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। বুধবার মুম্বইগামী বিমানের মধ্যে থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিস। বিতর্কিত জমি বিক্রিতে পরাগ মজমুদার মধ্যস্থতার কাজ করেছিলেন বলে অভিযোগ। জমি দখলের জন্য যে হামলা হয়েছে তার পরিকল্পনাকারী হিসাবেই গ্রেফতার করা হয়েছে পরাগ মজমুদারকে। তার নির্দেশেই জমি দখল করতে সিকিউরিটি এজেন্সির লোকেদের পাঠানো হয়েছিল বলে অভিযোগ।