Last Updated: Tuesday, October 22, 2013, 21:53
আগামী মাসে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। ফলে রাজ্যে চালু হয়েছে নির্বাচনী বিধি। কিন্তু সে সবের তোয়াক্কা না করে, ইদের পরের দিন জব্বলপুরের রাড্ডি চৌক অঞ্চলে একটি অনুষ্ঠানে দেদার টাকা ওড়ান শিবরাজ সিং চৌহ্বান মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী অঞ্চল সোঙ্কার।