Last Updated: Monday, June 10, 2013, 21:35
বারাকপুরে চব্বিশ ঘণ্টার সাংবাদিক বরুণ সেনগুপ্তকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় অভিযুক্ত শিবু যাদব এখনও অধরা। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের খবর করতে গিয়ে দুষ্কৃতীদের রোষের শিকার হন চব্বিশ ঘন্টার সাংবাদিক বরুণ সেনগুপ্ত ও এবিপি আনন্দের সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়। বরুণ সেনগুপ্তর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা। গুরতর জখম অবস্থায় ওই দুই সাংবাদিকদে হাসপাতালে ভর্তি করা হয়।