শিমলা - Latest News on শিমলা| Breaking News in Bengali on 24ghanta.com
হিমাচলে পালাবদল?

হিমাচলে পালাবদল?

Last Updated: Thursday, December 20, 2012, 08:42

সকালে এগিয়ে ছিল বিজেপি। তারপর হাড্ডাহাড্ডি লড়াই চললেও বেলা গড়াতেই বদলে গেল হিমাচলের চিত্র। এগিয়ে গেল কংগ্রেস। এখনও পর্যন্ত ৩৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ২৪টি আসনে। আশা করা হচ্ছে আগামী তিন-চার ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে হিমাচলের রায়। আটষট্টি আসনবিশিষ্ট হিমাচল বিধানসভার ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৫৯ জন প্রার্থী। সকাল আটটায় শুরু হয়েছে ভোটগণনা।