শীর্ষ মোর্চা নেতৃত্ব - Latest News on শীর্ষ মোর্চা নেতৃত্ব| Breaking News in Bengali on 24ghanta.com
এবার গ্রেফতার মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং, বন্‌ধের ডাক গুরুংয়ের

এবার গ্রেফতার মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং, বন্‌ধের ডাক গুরুংয়ের

Last Updated: Thursday, August 22, 2013, 10:02

মোর্চার আন্দোলনে রাশ টানতে পাহাড়ে পুলিসের ধরপাকড় চলছেই। এবারে গ্রেফতার হলেন মোর্চার শীর্ষ নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় তামাং। গত রাতে সিকিম সীমানার রংপো এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিনয় তামাং ছাড়াও গতরাতে পাহাড়ে গ্রেফতার করা হয় মোট ৪০ জন মোর্চা নেতা-কর্মীকে। গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র বিনয় তামাং জিটিএর কার্যনির্বাহী কমিটিরও সদস্য। গতরাতে গ্রেফতার হওয়া মোর্চা নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন আরও একজন জিটিএ সদস্য।