Last Updated: Friday, September 28, 2012, 18:24
ইতালিতে জন্ম। তবে বিশ্বজয় করতে সময় লাগায়নি বেশি। পরতে পরতে কফি, ক্রিম, চেরি আর চকোলেটের গদগদ প্রেম। আগেই বলে দেওয়া ভাল, তিরামিসুতে একটা বিশেষ চিজ লাগে যা ভারতে সহজলভ্য নয়। প্রমান সাইজের ডিপার্টমেন্টাল স্টোরসের বিদেশি পসরা বিভাগে অথবা কলকাতার নিউ মার্কেটে পাবেন এই ম্যাস্কার্পনে চিজ।