শ্যামদাস গাঙ্গুলি - Latest News on শ্যামদাস গাঙ্গুলি| Breaking News in Bengali on 24ghanta.com
জেরার সময় মুন্নার সঙ্গে থাকবেন আইনজীবী

জেরার সময় মুন্নার সঙ্গে থাকবেন আইনজীবী

Last Updated: Friday, March 15, 2013, 12:17

জেরার সময় নিজের এক আইনজীবীকে সঙ্গে রাখার অনুমতি পেলেন মহম্মদ ইকবাল ওরফে মুন্না। বৃহস্পতিবার আলিপুর সিজেএম আদালতে সওয়াল জবাবে সেই অনুমতি আদায় করে নিয়েছেন মুন্নার আইনজীবীরা। তাদের যুক্তির সামনে আদালতে কার্যত আত্মসমর্পণ করেন নবনিযুক্ত সরকারি আইনজীবী শ্যামাদাস গাঙ্গুলি। প্রশ্ন উঠছে, তবে কি জেনেবুঝেই বদল করা হয়েছে সরকারি কৌঁসুলি?