Last Updated: Wednesday, March 13, 2013, 11:39
সকাল সারে দশটা। বনধ চলছে কাশ্মীরের রাজধানীতে। শুনশান শহর। আচমকাই ক্রিকেটারের বেশে সিআরপিএফ ক্যাম্পে ঢুকে পড়ে দুই জঙ্গি। তারপর শুধুই গুলি আর বেওনেটের শব্ধ। নিহত পাঁচ সেনা জাওয়ান। পাল্টা আক্রমণে পরাস্ত দুই ফিদাইন জঙ্গিও। আহত ৭।