Last Updated: Tuesday, July 2, 2013, 17:52
ক্রিকেটে এবার মাতাল কেলেঙ্কারি। ইংল্যান্ডে সফররত শ্রীলঙ্কার এ দলের এক ক্রিকেটার মামাতল হয়ে যা কাণ্ড ঘটালেন তাতে মাথা হেঁট হল দেশের ক্রিকেটের। সেন্ট লুসিয়া থেকে লন্ডনে যাওয়ার বিমান যখন মাঝ আকাশে, তখনই মাতাল অবস্থায় শ্রীলঙ্কার এক ক্রিকেটার প্লেনের জানলা খুলে ঝাঁপাতে যান।