Last Updated: Friday, May 17, 2013, 23:37
স্পট ফিক্সিংয়ে কার্যত ন্যুব্জ রাজস্থান রয়ালস। আইপিএলে মুখ পুড়িয়ে এস শ্রীসন্ত, অঙ্কিত চৌহান অজিতরা এখন জেলে। প্রশ্ন উঠেছে প্রিমিয়ার লিগের বাস্তবিকতা নিয়ে। অনেক মহল সরব, অবিলম্বে বন্ধ করা হোক কোটি টাকার এই বাজি। শ্রীসন্তদের গ্রেফতারীর বোঝা যেন তাঁরা করে নিয়ে বেড়াচ্ছে রাসস্থানের দলটাকে।