Last Updated: Wednesday, July 31, 2013, 23:16
কামদুনির লড়াই এবার আমির খানের সত্যমেব জয়তেতে। টেলিভিশন শোয়ের দ্বিতীয় পর্যায়ে থাকবে কামদুনির কথাও। আজ কামদুনিতে গিয়েছিল সত্যমেব জয়তের টিম। গ্রাম ঘুরে শুটিংয়ের পাশাপাশি তাঁদের কথা হল কামদুনির প্রতিবাদী মানুষের সঙ্গে।