সপ্তর্ষী সোম - Latest News on সপ্তর্ষী সোম| Breaking News in Bengali on 24ghanta.com
ডিলিট

ডিলিট

Last Updated: Thursday, February 7, 2013, 16:30

স্ট্রাং-শব্দটায় পিসি থেকে চোখ নামিয়ে ল্যাপটপে চোখ রেখেছিল অরুণ "শ্রিমি-র সঙ্গে তোমার সম্পর্কটা কী?" একথার কী উত্তর হয়? জাস্ট দুসেকেন্ড ভেবে অরুণ টাইপ করে-"ভাল, বেশ ভাল, বন্ধুর থেকেও বেশি।" কাজে মন দেয় অরুণ। কালকের মধ্যেই লেখাটা শেষ করতে হবে। পাক্কা দুশো পাতার রিপোর্ট দিতে হবে বসকে। কী ঘটেছিল, কেন ঘটেছিল, ব্যাকগ্রাউন্ড কী? কেন শ্রমিকরা এতটা উত্তেজিত হয়ে পড়ল? গত দশ বছরে যা এই ইউনিটে হয়নি, তার জন্য কর্তৃপক্ষ এতটাই উদগ্রীব যে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত আসছেন। তাকে দেওয়ার জন্যই তৈরি হচ্ছে এই রিপোর্ট।