Last Updated: Wednesday, June 12, 2013, 16:53
সহমত বিতর্ক মামলায় কার্যত জয়লাভ নির্বাচন কমিশনের। ১৪ই মে যে নির্দেশে
দিয়েছিল ডিভিশন বেঞ্চ, তার নতুন করে ব্যাখ্যা দিলেন বিচারপতিরা। নির্বাচন
পরিচালনায় কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ব্যাখ্যা করেছে আদালত। বাহিনীর
প্রশ্নেও সিদ্ধান্ত নেবে কমিশনই। অর্থাত্ মান্যতা পেল কমিশনের আবেদন।