Last Updated: Tuesday, May 29, 2012, 11:00
নাইট জ্বরে আক্রান্ত শহর কলকাতা। আইপিএল জয়ের উল্লাসে সরকারি সম্বর্ধনা
অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়ে গিয়েছে। ইডেনে চলছে সাংস্ক্রিতিক অনুষ্ঠান।
প্রাথমিক সম্বর্ধনার পর হুড-খোলা গাড়িতে ক্রিকেটাররা হাজরা থেকে রওনা
দিয়েছেন।