সমাধান নার্সিংহোম - Latest News on সমাধান নার্সিংহোম| Breaking News in Bengali on 24ghanta.com
শিশু বিক্রির বীজ নিহীত শহরতলিতে

শিশু বিক্রির বীজ নিহীত শহরতলিতে

Last Updated: Saturday, December 15, 2012, 16:14

শিশু নিখোঁজ, শিশু পাচারের পর এবার শিশু বিক্রির ঘটনা। তাও আবার খোদ শহর কলকাতার হাসপাতালে। কিন্তু এর বীজ নিহীত  রয়েছে রাজ্যের জেলা ও শহরতলির বিভিন্ন নার্সিংহোমগুলিতে। প্রশাসনের নজর এড়িয়েই কলকাতা লাগোয়া শহরতলির একাধিক নার্সিংহোমে রমরমিয়ে চলছে শিশু বিক্রির কারবার। টাকা দিলেই মিলবে পছন্দসই নবজাতক।