সমালোচনায় কান দিতে ন - Latest News on সমালোচনায় কান দিতে ন| Breaking News in Bengali on 24ghanta.com
সমালোচনায় কান দিতে নারাজ মরগ্যান

সমালোচনায় কান দিতে নারাজ মরগ্যান

Last Updated: Sunday, March 11, 2012, 23:05

সমালোচকদের সমালোচনাকে পাত্তা না-দিয়ে শুধু নিজের কাজ করে যেতে চান ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান। গত বছরের সাফল্যের পর এখন লাল-হলুদ শিবিরে সেভাবে কোন সাফল্য নেই। টোলগে, পেনদের খেলায় ধারাবাহিতকার অভাব রয়েছে। তাই বারবারই সমালোচনার মুখে পড়তে হয়েছে ইস্টবেঙ্গলের বিদেশি কোচকে।