Last Updated: Monday, June 18, 2012, 23:12
আদালত অনুমতি দিলে, মঙ্গলবারই সম্ভবত মেডিক্যাল পরীক্ষা হবে পিঙ্কি প্রামাণিকের। সোমবার একথা জানিয়েছেন উত্তর চব্বিশ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত শীল। তিনি বলেন, আদালতের নির্দেশে পিঙ্কি প্রামাণিকের মেডিক্যাল পরীক্ষার জন্য সাত সদস্যের একটি মেডিক্যাল বোড গঠন করা হয়েছে।