সহকারী - Latest News on সহকারী| Breaking News in Bengali on 24ghanta.com
@ অ্যাসিসট্যান্টরাই এখন বস

@ অ্যাসিসট্যান্টরাই এখন বস

Last Updated: Monday, July 15, 2013, 20:01

এঁরা প্রত্যেকেই গুরুকূলে থেকে গুরুকে নীরবে সাহায্য করে গিয়েছেন বছরের পর বছর। বক্সঅফিসে সেইসব ছবি হিট, সুপার হিট, ব্লকবাস্টারের তকমা পেয়েছে। তাতে তাঁদের অবদানও কিছু কম ছিল না। শেষ পর্যন্ত গুরুর ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের প্রমাণ করলেন এঁরা। বলিউড এখন এঁদেরই। একঝাঁক নতুন পরিচালক দাপিয়ে বেড়াচ্ছেন বক্সঅফিস। ছবির বিষয়বস্তুতেই টের পাওয়া যাচ্ছে তাঁদের বিস্তৃতি।