Last Updated: Saturday, March 9, 2013, 17:32
ফাঁসানো হয়েছে মুন্নাকে। এজন্য দায়ী সংবাদমাধ্যম। এই অভিযোগ মু্ন্নার মেয়ে সাবাতাজের। আজ আলিপুর কোর্ট চত্বরে দাঁড়িয়ে বাবাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় সংবাদমাধ্যমের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করলেন সাবাতাজ। কিন্তু তিনি নীরব কেন মুন্নার নিজের দল প্রসঙ্গে? বাবাকে বাঁচাতে কেন আরেক তৃণমূল নেতার নাম টেনে আনতে হচ্ছে তাঁকে?
প্রসঙ্গত,