Last Updated: Monday, May 27, 2013, 15:59
মাও অধ্যুষিত এলাকায় সেনা মতায়েনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। যদিও ছত্তিসগড়ে মাও হানায় ৩০ জনের মৃত্যু হওয়ার পর সেখানে ২ হাজার আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে। ফলে মাওবাদী মোকাবিলায় সেনা নামানোর সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয় বিভিন্ন মহলে।