সারদার এজেন্ট - Latest News on সারদার এজেন্ট| Breaking News in Bengali on 24ghanta.com
কলকাতায় পুলিসের সঙ্গে সারদার এজেন্টদের ধস্তাধস্তি

কলকাতায় পুলিসের সঙ্গে সারদার এজেন্টদের ধস্তাধস্তি

Last Updated: Monday, April 22, 2013, 20:03

মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল সারদা গোষ্ঠীর এজেন্ট এবং আমানতকারীদের। কিন্তু মেয়ো রোডেই আটকে দেওয়া হল এজেন্ট এবং আমানতকারীদের। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। এরপরই গান্ধী মূর্তির সামনে রাস্তার ওপর বসে পড়ে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। এলাকায় প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামানও।