Last Updated: Wednesday, September 28, 2011, 16:27
কলকাতা হাইকোর্ট সিঙ্গুর আইনকে বৈধ এবং সাংবিধানিক বলে ঘোষণা করায় উচ্ছ্বাসে মাতলেন সিঙ্গুরবাসী। বুধবার সকাল থেকেই আশা ও আশঙ্কার দোলাচলে ছিল সিঙ্গুর। সকাল থেকেই উত্সুক চোখ ছিলখবরের কাগজ আর টেলিভিশনের সামনে। সিঙ্গুর মামলার রায় বেরোনোর পরেই আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা।