Last Updated: Wednesday, March 6, 2013, 10:36
আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন জোড়াসাঁকো থানার ওসি। এই অভিযোগে আজ কর্মবিরতির ডাক দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্ট এবং সিটি সেশন কোর্টের আইনজীবীরা। রবিবার নিজের মক্কেলকে নিয়ে জোড়াসাঁকো থানায় যান আইনজীবী মেওয়ালাল তেওয়াড়ি। সেই সময় থানার ওসি তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন আইনজীবীরা।