Last Updated: Saturday, July 27, 2013, 13:31
শনিবার সকাল। ফের একবার ভারী গুলির হানা জম্মু-কাশ্মীরে সীমান্তে। শনিবার সকাল থেকে পুঞ্চ সেক্টরে ওপার থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ক্রমাগত গুলি আর এর পি জি ছোঁড়া হচ্ছে বলে খবর। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে আজ সকাল ৭ টা থেকে পুঞ্চের শাহপুরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। গতকালও শান্তি চুক্তি ভঙ্গ করে পাক সেনার তরফে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।