Last Updated: Thursday, October 25, 2012, 21:43
নীরা। সুনীলের প্রেম। আর আমাদের অনন্ত কৌতূহল। কে নীরা? নিশ্চিতভাবে বলা যায় সুনীলের মৃত্যুর পরেও চলবে চর্চা। থাকবে অনন্ত জিজ্ঞাসা। নীরা, তোমার মাথায় ঝরে পড়ুক কুয়াশা মাখা শিউলি। তোমার জন্য শিস দিক একটি রাতপাখি। কিংবা নীরা, চশমা খোলা মুখখানি বৃষ্টিজলে ধুয়ে কাছাকাছি আনো। বাঙালি পাঠককে মাতাল করে দিয়েছিল সুনীলের এই সব পংক্তি। পড়তে পড়তে কতবার কেঁপে উঠেছে কত কিশোরীর হৃদয়। নিজেকে নীরার জায়গায় বসাতে ইচ্ছে করে।