Last Updated: Saturday, September 7, 2013, 15:04
আজ তাঁর জন্মদিন। না, আজ আর তিনি দৈহিকভাবে আমাদের সঙ্গে নেই। তিনি আছেন আমাদের মননে, আমাদের চিন্তায়। আজ তাঁর জন্মদিনে একটা বিশেষ ঘটনা ঘটল। তাঁরই লেখা তৈরি চরিত্র নীললোহিতের চিঠি এল সুনীল গাঙ্গুলির বাড়িতে। আসলে এত জীবন্ত লিখতে লিখতে নীলু কখন যে রক্ত মাংসের মানুষ হয়ে গিয়েছে সেটা আমাদের খেয়ালই নেই।