Last Updated: Saturday, November 3, 2012, 21:31
মুর্শিদাবাদের রানিতলায় গুলি করে খুন করা হল এক সিপিআইএম সমর্থককে। নিহতের নাম সেলিনা বিবি। ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। অভিযোগ, আজ সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী পলাশি গ্রামে সেলিনা বিবির বাড়িতে চড়াও হয়। সেলিনা বিবির স্বামীকে বেরোতে বলে তারা।