Last Updated: Sunday, July 7, 2013, 22:43
কামদুনির ঘটনায় দুষ্কৃতী ভাড়া করে ধর্ষণের তত্ত্ব খাড়া করেছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এবার পরিবহণমন্ত্রী মদনমিত্র। কামদুনির নাম টেনে এনে, তিনিও ধর্ষণ নিয়ে যেসব কথা বললেন, এক কথায় তার মানে দাঁড়ায়, যা হচ্ছে, তা সবই সাজানো।