Last Updated: Thursday, October 31, 2013, 21:25
দীপাবলিতে বাড়ি সাজাতে নিজে হাতে বানাতে পারেন স্ট্রিং পেন্ডেন্ট লাইট। একটা আলোতেই ঘর আলোয় ভরে যাবে। জোরালো আলো লাগিয়ে ঘর ঝলমলে করে তুলতে পারেন, আবার মৃদু আলো জ্বালিয়ে ঘরে দীপাবলির রোম্যান্টিক পরিবেশও নিয়ে আসতে পারেন।