Last Updated: Saturday, October 5, 2013, 10:07
আগে থেকে তেমন কিছু বোঝা যায়নি। ধাক্কাটা এসেছিল আচমকাই। প্রিয় সারমেয়র স্তন ক্যানসার ধরা পড়ার খবরে প্রথমটায় বেশ ভেঙেই পড়েছিলেন লেভি ম্যাথিউস। তবে তাকে সারিয়ে তোলার জেদ নিয়ে এরপর চিকিতসায় ঝাঁপিয়ে পড়েন মধ্যপ্রদেশের বেতুল জেলার এই বাসিন্দা। সেই চেষ্টা সার্থক। অপারেশনের পর এখন প্রায় সুস্থ ১৪ বছরের কুকুরটি।