Last Updated: Saturday, January 12, 2013, 10:09
আজ স্বামী বিবেকানন্দের ১৫১ তম জন্মদিন। ১৮৬৩-র ১২ জানুয়ারি সিমলার দত্তবাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর প্রথম পুত্র সন্তান নরেন্দ্রনাথ। তারপর ধীরে ধীরে সিমলার দত্তবাড়ির বিলে থেকে রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য নরেন। সেখান থেকে নবযুগের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ। সার্ধশতবর্ষে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে ভোর থেকে মানুষের ঢল নেমেছে বেলুড় মঠে। যুগনায়কের জন্মভিটে সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন অসংখ্য মানুষ। প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও সেখানে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। জেলার বিভিন্ন জায়গাতেও স্বামীজীকে শ্রদ্ধা জানাতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।