স্মারক বক্তৃতা - Latest News on স্মারক বক্তৃতা| Breaking News in Bengali on 24ghanta.com
বইমেলা জুড়ে সুনীল

বইমেলা জুড়ে সুনীল

Last Updated: Saturday, October 27, 2012, 20:54

ঊনত্রিশে জনুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। অথচ এবার নেই নীললোহিত। এই নির্মম সত্যিটাকে মেনে নেওয়া বাঙালির পক্ষে বড়ই কঠিন। শুধু সবার স্মৃতিতে উজ্জ্বল থাকবেন তিনি। তাঁর স্মরণে এ বার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে গিল্ড।