স্যল পার্লমুটার - Latest News on স্যল পার্লমুটার| Breaking News in Bengali on 24ghanta.com
পদার্থবিদ্যায় নোবেল

পদার্থবিদ্যায় নোবেল

Last Updated: Tuesday, October 4, 2011, 19:01

ব্রহ্মাণ্ডের আয়তন ক্রমবর্ধমান। এই আয়তন শুধু যে বাড়ছে তা-ই নয়, বেশ দ্রুততার সঙ্গেই বাড়ছে। যুগান্তকারী এই গবেষণার জন্য এ বার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী স্যল পার্লমুটার, অ্যাডাম রিস এবং অস্ট্রেলিয়ার ব্রায়ান স্মিট।