Last Updated: Sunday, June 29, 2014, 18:57
গ্রেফতার নাকি আত্মসমর্পণ? হাওড়ায় হোটেলকাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত রিয়াজকে ঘিরে শুরু হয়েছে এই বিতর্ক। পুলিস জানিয়েছে, হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে রিয়াজকে । যদিও তাঁর পরিবারের দাবি, আত্মসমর্পণ করেছেন রিয়াজ। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁর সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।