Last Updated: Tuesday, October 9, 2012, 20:10
প্রত্যাশিত! ঘোষিত! নাকি একেবারে হিন্দি ছবির হুমকি! দিনক্ষণ ঠিক করেই রবার্ট বঢড়ার বিরুদ্ধে দ্বিতীয় বাণটি হানলেন সদ্য রাজনীতিতে পা রাখা সমাজকর্মী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার কেজরিওয়ালের অভিযোগ, হরিয়াণা সরকারের সঙ্গে নির্মাণ সংস্থা ডিএলএফ এর অশুভ আঁতাতের ফায়দা তুলেছেন সনিয়া জামাতা।