Last Updated: Sunday, July 14, 2013, 23:39
রাজ্য সরকার, নির্বাচন কমিশনের দাবি নির্বিঘ্নেই মিটেছে প্রথম দফার পঞ্চায়েত ভোট। কাল দ্বিতীয় দফা। ভোটাধিকার প্রয়োগ করবেন বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও হুগলির মানুষ। ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে ভোট গ্রহণকারী আধিকারিকরা। তিন জেলা থেকেই দিনভর এসেছে উত্তেজনার খবর। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের বিশেষ নজরে রয়েছে বর্ধমান জেলা। ওদিকে বিরোধীরা অভিযোগ তুলেছেন, দ্বিতীয় দফাতেও কান্দ্রীয় বাহিনীকে কার্যত ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে। রাজনৈতিক হিংসা সত্ত্বও নির্বিকার রয়েছে প্রশাসন। যে সিঙ্গুর-নন্দীগ্রামকে কেন্দ্র করে রাজ্যে পরিবর্ত হয়েছে। আজ ভোট সেখানে। আদালতের আঙিনায় টানাপোড়েনে এখনও নির্ধারিত হয়নি সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের ভাগ্য। নন্দীগ্রাম হারিয়েছে শিল্প স্বপ্ন। রাজ্যে পরিবর্তনের পর কাল প্রথম জনতার রায় দেওয়ার পালা সেখানে।