Last Updated: Tuesday, November 6, 2012, 12:01
পুজো চলে যেতেই শিরশিরে ভাব। মন ফুরফুরে থাকলেও শুষ্ক ত্বকের সমস্যায় নাজেহাল সকলে। সবসময়ই যেন একটা টান টান ভাব। কী করলে কাটিয়ে ওঠা যাবে এই সমস্যা? আসন্ন শীতের সঙ্গে লড়তেই বা কীভাবে প্রস্তুতি নিতে হবে? আমাদের প্রতিনিধি প্রমা মিত্রকে জানালেন বিউটিশিয়ান মৌসুমি মিত্র।