হোলি থার্সডে - Latest News on হোলি থার্সডে| Breaking News in Bengali on 24ghanta.com
মহিলার পা ধুয়ে চুমু, বিতর্কে নতুন পোপ

মহিলার পা ধুয়ে চুমু, বিতর্কে নতুন পোপ

Last Updated: Friday, March 29, 2013, 12:27

চার্চকে অবমাননা করে দুই মহিলার পা ধুয়ে দিয়ে পায়ে চুমু খেলেন পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার পুরুষদের হোলি থার্সডে আচার পালনের সময় পোপ চার্চের নিয়ম-বিরুদ্ধ এই আচরণ করেন। এর আগে কোনও পোপ এই ধরনের আচরণ করেননি। পোপের আচরণে চরমপন্থীদের মধ্যে বিতর্ক ও নিন্দার ঝড় উঠলেও তাঁকে স্বাগত জানিয়েছেন নরমপন্থীরা।