Last Updated: Sunday, January 5, 2014, 15:52
অ্যাসেজে পুরো পুড়ে ছাই হয়ে গেল ইংল্যান্ড। সিডনিতে অ্যাসেজের পঞ্চম টেস্টে হেরে মহালজ্জার ০-৫ ব্যবধানে সিরিজে শেষ করল আলিস্টার কুকের দল।
সিডনিতে তৃতীয় দিনেই হোয়াইটওয়াশ হারের সিরিজ শেষ হয়ে গেল। মহালজ্জার অ্যাসেজের শেষ ইনিংসে ইংল্যান্ড শেষ হয়ে গেল মাত্র ৩১.৪ ওভারে। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে তিনবার অ্যাসেজে হোয়াইটওয়াশ হল ইংল্যান্ড। শেষবার ইংল্যান্ড ০-৫ অ্যাসেজে হেরেছিল ২০০৬-০৭। সেবার অসি অধিনায়ক ছিলেন রিকি পন্টিং আর ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ।