Last Updated: Friday, August 10, 2012, 15:44
লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনা আর রূপো জিতেছিলেন জামাইকার বোল্ট আর ব্লেক। ২০০ মিটারেও ৩ টি পদকই এসেছে জামাইকার ঝুলিতে। জামাইকার স্বাধীনতা উদযাপন মাঝে এই অভাবনীয় সাফল্যে উত্সবে মাতোয়ারা ক্যারিবিয়ান আইল্যান্ড। বব মার্লি আর ক্যালিপসোর সুরের আনন্দে ভাসছে গোটা কিংস্টন টাউন।