৪১৯ নম্বর ধারা - Latest News on ৪১৯ নম্বর ধারা| Breaking News in Bengali on 24ghanta.com
লালবাতির বাড়াবাড়ি রুখতে নির্দেশিকা হাইকোর্টের

লালবাতির বাড়াবাড়ি রুখতে নির্দেশিকা হাইকোর্টের

Last Updated: Friday, May 17, 2013, 22:10

অনুমতি ছাড়াই গাড়িতে লালবাতির ব্যবহারে ভারতীয় দন্ডবিধির ৪১৯ নম্বর ধারায় মামলা করা যাবে। তিনবছর পর্যন্ত সাজাও হতে পারে অভিযুক্তের। আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চপদস্থ আধিকারিকদের অবৈধভাবে লালবাতি ব্যবহারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে। এরজন্য পুলিসের কোনওরকম অনুমতি লাগবে না বলেও জানিয়েছে আদালত।